বঙ্গবাবা ই-কমার্সের সঙ্গে ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের চুক্তি
গ্রাহক সেবা আরও গতিশীল করতে ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের সঙ্গে ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করেছে ই-কমার্স প্লাটফর্ম ‘বঙ্গবাবা’।
সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত ‘বঙ্গবাবা’র হেড অফিস দাহমাশি সেন্টারে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন দাহমাশি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সালমান আহমেদ চৌধুরী, ডিরেক্টর ও এএমডি নাফিসা নোমান চৌধুরী, ডিরেক্টর লামিসা ফারহানা ও বঙ্গবাবা ই-কমার্সের চিফ অপারেটিং অফিসার রুকসানা কাদির। আরও ছিলেন ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের ম্যানেজিং ডিরেক্টর শহীদ আহমদ আব্দুল্লাহ, জেনারেল ম্যানেজার মহুাম্মদ মোবারক হোসাইনসহ প্রমুখ।
রুকসানা কাদির বলেন, ই-কমার্স খাতে গতানুগতিক প্রতিযোগিতার বিপরীতে গ্রাহকদের আস্থা অর্জনের লক্ষ্য নিয়ে সামনে এগিয়ে যেতে চায় বঙ্গবাবা ;এ জন্য এই চুক্তি।
এর ফলে এখন থেকে গ্রাহকরা ক্যাশ অন ডেলিভারীর ভিক্তিতে বঙ্গবাবা হতে অর্ডার করা ইলেক্ট্রা ইন্টারন্যাশনালের যেকোন পণ্য দেশের যেকোন স্থান থেকে অর্ডার করতে পারবেন।