বহুজাতিক সিমেন্ট কোম্পানির সিইও হলেন মাহমুদ হাসান
প্রথমবারের মত কোনো বহুজাতিক সিমেন্ট কোম্পানির সিইও হলেন এক বাংলাদেশি। সিমেন্ট প্রস্তত কারক প্রতিষ্ঠান ইনসি সিমেন্ট বাংলাদেশের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মাহমুদ হাসান। এর আগে তিনি একই প্রতিষ্ঠানের সেলস ও মার্কেটিং বিভাগের পরিচালক ছিলেন।
এছাড়া বেশকিছু মোবাইল অপারেটর কোম্পানিতেও কাজ করেছেন তিনি। বাংলাদেশের সিমেন্ট শিল্পে তার ১০ বছরের অভিজ্ঞতা রয়েছে। এর আগে হলসিম বাংলাদেশ দিয়ে সিমেন্ট শিল্পে কাজ শুরু করেন মাহমুদ হাসান। দীর্ঘ ১৮ বছরের অভিজ্ঞতা কাজে লাগাতে চান ইনসি সিমেন্ট বাংলাদেশের নতুন এই সিইও। সিমেন্ট শিল্পে প্রচলিত প্রথা ভেঙ্গে বৈপ্লবিক পরিবর্তন আনতে চান বাংলাদেশের সিমেন্ট শিল্পের সর্বকনিষ্ঠ এই সিইও। তিনি দেশের শিল্পের উন্নয়ন ঝুঁকি মূল্যায়ন পরিচালনা করে টেকসই ব্যবসায়িক পরিকল্পনার বাস্তবায়ন করতে চান যার মাধ্যমে ইনসি সিমেন্টকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। বুয়েট থেকে গ্রাজুয়েশন করা মাহমুদ হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করেন। ১৯৮০ সালে জন্ম নেওয়া মাহমুদ হাসানের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ।