বাড়তি তরঙ্গ কিনেছে গ্রামীণফোন, রবি, বাংলালিংক
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নিলামে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক বাড়তি তরঙ্গ কিনেছে। তবে টেলিটক কোনো তরঙ্গ কিনতে পারেনি। তরঙ্গ বরাদ্দ বাবদ সরকারের রাজস্ব আয় হবে প্রায় তিন হাজার কোটি টাকা।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ সোমবার দিনব্যাপী এক হাজার ৮০০ ও দুই হাজার ১০০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ নিলাম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আফজাল হোসেন। অনুষ্ঠানে নিলাম সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তাঁরা। নিলামে সর্বমোট প্রস্তাবিত ২৭ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ প্রদানের নিষ্পত্তি হয়। এর মধ্যে গ্রামীণফোন নতুন করে ১০ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে। রবি বরাদ্দ পেয়েছে ৭ দশমিক ৬ মেগাহার্টজ এবং বাংলালিংক ৫ দশমিক ৪ মেগাহার্টজ তরঙ্গ বরাদ্দ পেয়েছে। নিলামে অংশ নিলেও টেলিটক নতুন করে কোনো তরঙ্গ কিনতে পারেনি। বরাদ্দকৃত তরঙ্গে আগামী ৯ এপ্রিল থেকে অপারেটররা সেবা দিতে পারবে। ফলে সেবার গুণগত মান বাড়বে বলে আশা করা হচ্ছে।
সব মিলিয়ে নিলাম শেষে গ্রামীণফোনের তরঙ্গ ৪৭ দশমিক ৪ মেগাহার্টজ, রবির ৪৪ মেগাহার্টজ, বাংলালিংকের ৪০ মেগাহার্টজ ও টেলিটকের ২৫ দশমিক ২ মেগাহার্টজ দাঁড়িয়েছে।
যার গ্রাহকসংখ্যা যত বেশি, তার বেশি তরঙ্গ দরকার হয়। সেবার মান নিশ্চিতের ক্ষেত্রে বড় একটি হাতিয়ার তরঙ্গ। নিলাম শেষে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, প্রক্রিয়া শেষে এক থেকে দেড় মাসের মধ্যে এই তরঙ্গ ব্যবহার শুরু করা যাবে। তখন সেবার মানে উল্লেখযোগ্য উন্নতি হবে বলে আশা করা যায়।