মায়ের পছন্দে শপিং করে মিলছে পুরস্কার
বিশ্ব মা দিবস উপলক্ষে ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড প্যারাসুট অ্যাডভান্সড একটি বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা একটি ভিডিও বার্তার মাধ্যমে দর্শকদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণের আহ্বান জানান। অংশগ্রহণকারীরা একটি ছোট-গল্প প্রতিযোগিতায় অংশ নিয়ে পাবেন মায়ের সাথে শপিং করার দারুণ এক অভিজ্ঞতা অর্জনের সুযোগ।
মায়েরাই আমাদের জীবনের মজবুত ভিত্তি। মায়ের সাথে অতুলনীয় সম্পর্কটি উদযাপন করতে প্যারাসুট অ্যাডভান্সড আয়োজিত বিশেষ ক্যাম্পেইনটিতে অংশগ্রহণে আগ্রহীদের জীবন গড়নে মা কীভাবে ভূমিকা রেখেছেন, কীভাবে জীবনের ভিত তৈরি করে দিয়েছেন সেই গল্পটাই শেয়ার করতে হবে। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা তিন জন লেখক প্যারাসুট অ্যাডভান্সডের সৌজন্যে পাবেন মায়ের সাথে ২০ হাজার টাকা সমমূল্যের শপিং করার সুযোগ। দিনব্যাপী শপিং করার এই সুযোগ শুরু হবে সকাল থেকেই। কেননা সকালেই প্যারাসুট অ্যাডভান্সডের গাড়ি পৌঁছে যাবে বিজয়ীর বাড়ি। তারপর বিজয়ী ও তার মাকে নিয়ে ছুটবে নিকটস্থ শপিং মলে। চলবে মায়ের পছন্দে শপিং করা। সেরা তিন জন ছাড়াও আরও ৩০ জন বিজয়ী পাবেন পাঁচ হাজার টাকা সমমূল্যের শপিং করার দারুণ সুযোগ।
জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা মাসুমা রহমান নাবিলা ক্যাম্পেইন প্রসঙ্গে বলেন, ‘একজন নতুন মা হিসেবে, সন্তানের জীবনের মজবুত ভিত তৈরিতে কাটানো প্রতিটি মুহূর্ত থেকেই আমি প্রতিদিন নতুন কিছু শিখছি। সন্তানের শেকড়-মাতৃত্বের বন্ধনকে চমৎকারভাবে তুলে ধরার এমন চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করায় প্যারাসুট অ্যাডভান্সডকে অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর একটি আয়োজনের অংশ হতে পারাও আমার জন্য সম্মানজনক।’
ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের মার্কেটিং ডিরেক্টর অ্যালেন ইবেনেজার এরিক বলেন, ‘সন্তানের জীবনের মজবুত ভিত তৈরিতে, তাদের জীবন গড়নে মায়েরা এক অসামান্য ভূমিকা পালন করেন। দেশের মানুষের প্রিয় ব্র্যান্ড প্যারাসুট অ্যাডভান্সড বিশ্বাস করে মজবুত ভিত্তিতে গড়ে ওঠা নারীরাই পৃথিবীটাকে সুন্দর করে তোলেন। মায়েদের ত্যাগ ও অবদানকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ স্মরণীয় করে তুলতে এই মা দিবসে সন্তানদের এক অনন্য সুযোগ করে দিচ্ছে প্যারাসুট অ্যাডভান্সড।’
ক্যাম্পেইনটি চলবে আগামী ২৫ মে, ২০২২ পর্যন্ত। অংশ নিতে ভিজিট করুন https://www.facebook.com/parachuteadvansedbd/