সোলাস্তার ফরচুন হুইলে জমবে এবার ঈদ শপিং
ফ্যাশনপ্রিয় তারুণ্যের আস্থার প্রতীক হয়ে ওঠা ফ্যাশন ব্র্যান্ড সোলাস্তা ইতোমধ্যে ঈদ আয়োজন নিয়ে বেশ সাড়া ফেলেছে। চমক জাগানো সব অফারে ক্রেতাকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। এরই মধ্যে হাজারখানেক নতুন পোশাকে সজ্জিত হয়েছে সোলাস্তার প্রতিটি আউটলেট।
পোশাকের নকশা আর গুণগত মানে নিজেদের তুলে ধরেছে বর্ণিল ও দৃষ্টিনন্দন সজ্জায়। কেবল ঝলমলে পোশাকের আধিক্যই নয় ব্র্যান্ডের গ্রাহকদের সন্তুষ্টি ও ভালোবাসা কুড়াতে চায় সোলাস্তা। ফলে ঈদের আয়োজনের পাশাপাশি মাসব্যাপী ঈদ আনন্দ ক্রেতাদের সঙ্গে শেয়ার করে নিতে বেশ কিছু অফারও দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে ফরচুন হুইল অফারটি ক্রেতাদের আকর্ষণের কেন্দ্রে রয়েছে।
ফরচুন হুইলের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এ অফারে ক্রেতা কখনো কখনো বিনামূল্যে পেয়ে যান তাদের পছন্দের পোশাক। পাশপাশি সুদৃশ্য ফরচুন হুইল সোলাস্তা শপে নজর কেড়েছে ক্রেতাদের। এই হুইলের আটটি অফারের যে কোনটি একজন ক্রেতা পেতে পারেন মাত্র দুই হাজার টাকা সমমূল্যের কেনাকাটা করলেই। ফরচুন হুইলে আরও যে সব অফার রয়েছে তা হলো ১০ শতাংশ, ২৫ শতাংশ, ৫০ শতাংশ ছাড়। এছারা ফ্রি টি শার্ট ও উপহার সামগ্রীতো থাকছেই।
এ বিষয়ে সোলাস্তার প্রধান নির্বাহী শামছুল হক রিপন জানান, সোলাস্তা সর্বদাই ক্রেতাদের সন্তুষ্টি নিয়ে টিকে থাকতে চায়। ভালোবাসার বিপরীতে ভালোবাসা দিয়ে যাওয়াই সোলাস্তার নীতি। আর এরই ধারাবাহিকতায় সোলাস্তার ঈদ আয়োজন শুধু নতুন পোশাকে সাজানো হয়নি। ক্রেতাদের জন্যও রাখা হয়েছে বিশেষ সব অফার।
ঈদের সময় যেহেতু সবাইকে কেনাকাটা করতে দেখা যায়, স্বল্পমূল্য ও সন্তুষ্টির সাথে সেবাকে যুগোপযোগী করে মানুষের হাতে খুশির পোশাক তুলে দিয়েই সোলাস্তা ভালোবাসা প্রকাশ করেছে, তাই এই আয়োজন।
বর্তমানে সোলাস্তার তিনটি আউটলেট রয়েছে। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সি ব্লকে, ধানমণ্ডি ৯/এ সাত মসজিদ রোড এবং নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু রোডে। প্রতিটি শোরুমই সোলাস্তার নিজস্ব জায়গায় ও নিজস্ব তত্ত্বাবধানে পরিচালিত। যেহেতু এই ব্র্যান্ড এর কোনো ফ্রাঞ্চাইজি দেওয়া হয় না। তাই ভালোলাগার পোশাকগুলো পেতে হলে আসতে হবে আউটলেটেই। এছাড়া www.solastabd.com ও facebook.com/solastabd এই দুই সাইটেও পাওয়া যাবে অধিকাংশ পোশাক। মূলত তরুণ ক্রেতাদের জন্য আবির্ভাব হলেও সোলাস্তা সমবয়সীদের জন্যই পোশাকের নকশা করে আসে। এসেনশিয়াল, এলিগ্যান্ট, এক্সক্লুসিভ, প্রিমিয়াম ও ব্রাইডাল বা পার্টি সব ধরনের কালেকশনই আছে এখানে। বৈচিত্র্যময়তা ও পোশাকের রংয় নির্বাচনে এদের নান্দনিক উপস্থাপনা প্রশংসিত হয়ে আসছে সব বয়সী ক্রেতাদের কাছে।