স্পিড অর্জন করল ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড
দেশের জনপ্রিয় বেভারেজ ব্র্যান্ড স্পিড আয়োজিত ক্যাম্পেইন ‘স্পিড রেকর্ড মাস্টার’ অর্জন করল ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড প্রোগ্রামে এ বছর সর্বমোট ৬৫০টি এর বেশি প্রায় ১৬টি ক্যাটাগরিতে নমিনেশন জমা পড়ে। এই ৬৫০টি ক্যাম্পেইন থেকে ‘স্পিড রেকর্ড মাস্টার’ ক্যাম্পেইন দুটি ক্যাটাগরিতে (ইউজিসি এবং বেস্ট ইউজ অব ইউটিউব) সিলভার ও ব্রোঞ্জ ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ড অর্জন করে।
গতবছরও স্পিড ‘বাংলা লিখি বাংলায়’ একটি ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড অর্জন করে।
এ প্রসঙ্গে আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেডের হেড অব মার্কেটিং মো. মাইদুল ইসলাম বলেন, “স্পিড সবসময় ব্যতিক্রম কিছু করার চেষ্টা করে। এরই ধারাবাহিকতায় স্পিড আয়োজন করে দেশের একমাত্র রেকর্ড মেকিং প্ল্যাটফর্ম ‘স্পিড রেকর্ড মাস্টার ক্যাম্পেইন’। এ ক্যাম্পেইনের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান তরুণ-তরুণীদের উঠিয়ে আনা হচ্ছে এবং আশা করছি এই প্রতিভাবানরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখবে। এই ক্যাম্পেইনে ভোক্তা এবং জনসাধারণের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়, যা আমাদেরকে ভবিষ্যতে এ ধরনের ক্যাম্পেইন করতে আরো বেশি অনুপ্রাণিত করবে।”