হিলি দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু
দেশের বাজারে সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। আজ শনিবার দুপুর ১২টার দিকে ১৩ মেট্রিক টন কাঁচা মরিচ নিয়ে একটি ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ করে।
এ বিষয়ে হিলি বন্দরের শুল্ক স্টেশনের উপকমিশনার মো. কামরুল ইসলাম জানান, দীর্ঘ আট মাস পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি হচ্ছে। শুল্ককর পরিশোধ করে ব্যবসায়ীরা যাতে দ্রুত পণ্যটি বাজারে সরবরাহ করতে পারেন সেই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, কাঁচা মরিচ আমদানি শুরু হওয়ায় বন্দরের মোকামে কমতে শুরু করেছে দাম। বর্তমানে প্রতিকেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। আগে এই কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল ১৪০ থেকে ১৬০ টাকায়।
হিলি স্থলবন্দরের আমদানিকারক আনোয়ার হোসেন বিনা জানান, দেশের বাজারে কাঁচা মরিচের দাম হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে। এ কারণে বন্দরের আমদানিকারকরা ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু করছেন। আমদানি হওয়ার খবরে এরই মধ্যে খুচরা ও পাইকারি বাজারে কাঁচা মরিচের দাম মানভেদে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা কমেছে। আরও দাম কমবে বলে জানান তিনি।