হিলি স্থলবন্দরে কাস্টমস দিবস পালিত, আমদানি-রপ্তানি বন্ধ
‘রাজস্বের প্রবৃদ্ধি, টেকসই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য নিয়ে দিনাজপুরের হিলি স্থলবন্দরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বুধবার পালিত হয়েছে আন্তর্জাতিক কাস্টমস দিবস।
এদিকে আজ ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় বন্ধ আছে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি। দুই দেশের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি বন্ধের এ সিদ্ধান্ত নেন। তবে অন্যান্য কার্যক্রম রয়েছে স্বাভাবিক।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আজ সকালে মিষ্টি বিনিময়ের মাধ্যমে শুভেচ্ছা জানান দুই দেশের কাস্টমস কর্মকর্তারা।
হিলি কাস্টমসের সহকারী কমিশনার জে এম আলী আহসান ও ভারতের হিলিকাস্টমসের সুপার দেবরাজ স্যানাল নিজ নিজ দেশের পক্ষে মিষ্টি বিনময় করেন।
পরে হিলি স্থলবন্দরের পানামা পোর্টের সভাকক্ষে সহকারী কমিশনার জে এম আলী আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত প্রমুখ। এসময় আমদানি-রপ্তানিকারক, বন্দর কর্তৃপক্ষ ও কাস্টমস কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা আন্তর্জাতিক কাস্টমস দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।
পণ্য আমদানি-রপ্তানি বন্ধের বিষয়ে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান এনটিভি অনলাইনকে জানান, ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ সেখানে সরকারি ছুটি। ফলে দুই দেশের ব্যবসায়ীরা হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিন্ধান্ত নেন।
আব্দুর রহমান আরও জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে সব কার্যক্রম আগের মতোই সচল থাকবে। আজ বন্দরের বাংলাদেশ অংশে বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্টে আমদানি করা পণ্য খালাসের কাজ অব্যাহত রয়েছে।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেকেন্দার আলী জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি চেকপোস্ট দিয়ে ভারত থেকে পাসপোর্টধারী যাত্রীরা আসতে পারবে।