বিইউএফটি ও ডব্লিউটিইউর মধ্যে চুক্তি
বাংলাদেশের বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এবং চীনের উহান টেক্সটাইল ইউনিভার্সিটির (ডব্লিউটিইউ) মধ্যে ২৪ মে এক শিক্ষাবিষয়ক সমঝোতা চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমনন্ত্রী শেখ হাসিনা ও চীনের উপপ্রধানমন্ত্রী লিউ ইয়ান ডং উপস্থিত ছিলেন।
বিইউএফটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোজাফ্ফর উদ্দিন সিদ্দিক এবং ডব্লিউটিইউর প্রেসিডেন্ট প্রফেসর উই ইলিয়াং চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এই চুক্তি অনুযায়ী, উভয় বিশ্ববিদ্যালয় ফ্যাশন, গার্মেন্টস ও টেক্সটাইল খাতের মানোন্নয়নের বিষয়ে যৌথ গবেষণা, প্রশিক্ষণ, কারিকুলাম উন্নয়নসহ শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা লাভ, উপবৃত্তি, স্কলারশিপ বিষয়ে পরস্পরকে সহায়তা করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শিক্ষাসচিব মো. নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক এম নজরুল ইসলাম, চায়না দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা, ডব্লিউটিইউ ও বিইউএফটির প্রতিনিধিরা।