ডিএসইতে দরপতনের শীর্ষে সাভার রিফ্রাক্টরিজ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার দরপতনের শীর্ষ তালিকায় রয়েছে সাভার রিফ্রাক্টরিজ লিমিটেড। এদিন শেয়ারটির দাম ৪ টাকা ৯০ পয়সা কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, শেয়ারটি সর্বশেষ ৬৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ছয়বারে মোট ৫৪০টি শেয়ার লেনদেন করে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ারটির দাম ১ টাকা ৪০ পয়সা কমেছে। শেয়ারটি আজ সর্বশেষ লেনদেন হয় ১৮ টাকা ৮০ পয়সা দরে। মোট দুই হাজার ৬২৭টি শেয়ার লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে আমরা টেকনোলজিস লিমিটেড। দরপতনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে কেডিএস অ্যাকসেসরিজ, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল, রূপালী ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, গোল্ডেন হার্ভেস্ট, এনসিসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও পূবালী ব্যাংক।