স্কয়ার ফার্মার পর্ষদ সভা ১৪ জুলাই
শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মার পরিচালনা পর্ষদের সভা ১৪ জুলাই অনুষ্ঠিত হবে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৫ সালের ৩১ মার্চ শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্য পর্যালোচনা করে লভ্যাংশ সুপারিশের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কোম্পানির পরিচালনা পর্ষদ। এ জন্য উল্লিখিত দিন দুপুর ২টায় এ সভা অনুষ্ঠিত হবে।
২০১৪ সালের ৩১ মার্চ শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটি ৩০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে ওই হিসাব বছরে এর কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪৯৪ কোটি ৪৫ লাখ ৫০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১০ টাকা ২৬ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৫৫ টাকা ৪৮ পয়সা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২৪৩ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ২৬৩ টাকা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত (পিই রেশিও) ২৫.৫৫।