সিএসইর নতুন লোগো উন্মোচন
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লোগো পরিবর্তন করা হয়েছে। আজ বুধবার দুপুরে সিএসই কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড. আবদুল মজিদ লোগো উন্মোচন করেন।
প্রতিষ্ঠার ২০ বছর পর সিএসই প্রথমবারের মতো লোগো পরিবর্তন করল। আবদুল মজিদ বলেন, স্টক এক্সচেঞ্জ বিন্যস্তকরণের পর এটা নতুন মাত্রা। এটা নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
সিএসইর ব্যবস্থাপনা পরিরচালক ওয়ালি-উল মারূপ মতিন বলেন, সিএসইর লোগোতে টারকুস রং ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে শেয়ারবাজারের প্রতি আমাদের জ্ঞান, সৃজনশীলতা, ধৈর্য ও আধুনিক প্রযুক্তি ব্যবহারকে প্রকাশ করা হয়েছে। এখানে আবেগ ও বাস্তবতার চমৎকার সমন্বয় হয়েছে। প্রতিটি বিনিয়োগকারীর জীবনের উত্থান-পতন, সাফল্যের গল্পের এক বাস্তব প্রতিচ্ছবি এই লোগো।