এএমসির জন্য ১৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে আইডিএলসি
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ তাদের অঙ্গপ্রতিষ্ঠান অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএমসি) প্রতিষ্ঠায় পরিশোধিত মূলধন সংগ্রহের প্রস্তাবে সংশোধন আনার সিদ্ধান্ত নিয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে এএমসির জন্য ছয় কোটি টাকা টাকা পরিশোধিত মূলধন সংগ্রহের প্রস্তাব করা হলেও এখন ১৫ কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে আইডিএলসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ।
আডিএলসি শতভাগ মালিকানায় এএমসি প্রতিষ্ঠা করবে। এ-সংশ্লিষ্ট খবর ২০১৩ সালের ৩০ অক্টোবর ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত হয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে অনাপত্তি সনদ (এনওসি) দিয়েছে।
এ বিষয়টি শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
১৯৯২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত আইডিএলসি ফাইন্যান্সের বর্তমানে দুটি অঙ্গপ্রতিষ্ঠান রয়েছে। এগুলো হলো আইডিএলসি সিকিউরিটিজ লিমিটেড ও আইডিএলসি ইনভেস্টমেন্ট।
বর্তমানে আইডিএলসি ফাইন্যান্সের অনুমোদিত মূলধনের পরিমাণ ৪০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২৫১ কোটি ৩৭ লাখ টাকা। বাজারে এর মোট শেয়ারসংখ্যা ২৫ কোটি ১৩ লাখ ৬৭ হাজার ১৮৭টি; যার মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৬০ দশমিক ৪৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৬ দশমিক শূন্য ৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২৩ দশমিক ৫ শতাংশ।