বিজেআইসি বিমা দাবি পরিশোধে দীর্ঘ মেয়াদে এ+
বিমা দাবি পরিশোধে (ক্লেইম পেয়িং অ্যাবিলিটি বা সিপিএ) বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স দীর্ঘ মেয়াদে ‘এ+’ ও স্বল্প মেয়াদে ‘এসটি-২’ হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ এ কোম্পানি গ্রাহকদের বিমা দাবি ভালোভাবে মেটায়। কোম্পানিটির ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদন, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পক্ষ থেকে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে। এ হিসাব বছরে এর মুনাফা হয়েছে সাত কোটি ছয় লাখ ১০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৩১ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৯ টাকা ৬৩ পয়সা।
গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ১৪ টাকা ৯০ পয়সা ও সর্বোচ্চ ১৫ টাকা ৬০ পয়সা। সর্বশেষ বার্ষিক আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১১ : ৪৫।