চট্টগ্রামে কার্যক্রম শুরু করেছে ‘বাংলালিংক নেক্সট টিউবার’
দেশের প্রথম অনলাইন রিয়েলিটি শো নেক্সট টিউবার কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের দক্ষ করে তোলার ওপর চট্টগ্রামে কার্যক্রম শুরু করেছে বাংলালিংক।
আজ সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলালিংকের ট্যালেন্ট হান্ট কার্যক্রমের স্পেশালিস্ট আলিজা হাসান শারমিন, বাংলালিংক কর্মকর্তা সৈয়দ ইফতেখার তৌহিদ, এম এ জিয়াদ ও বাংলালিংকের ডিজিটাল অ্যাম্বাসাডর সৌভিক বক্তব্য দেন।
বক্তারা, অনলাইনে নেক্সট টিউবার সম্পর্কে বিভিন্ন ধারণার পাশাপাশি শিক্ষার্থীদের আগামীতে নিজেকে একজন মানুষ হিসেবে গড়ে তোলার ওপর আলোকপাত করেন।
অনলাইনের নতুন এ কার্যক্রমটি শিক্ষার্থীদের মধ্যে সফলভাবে ছড়িয়ে দিতে সক্ষম বলে মনে করছেন আয়োজকরা।