বিপিএলের স্পেশাল ব্র্যান্ডিং পার্টনার হলো বসুন্ধরা এলপি গ্যাস
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের গ্রাউন্ড ব্র্যান্ডিং স্পন্সর করছে বসুন্ধরা এল পি গ্যাস লিমিটেড।
এই স্পন্সরের মাধ্যমে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড স্টেডিয়ামের পেরিমিটার বোর্ডে উল্লেখযোগ্য অংশ এবং স্ট্রাটেজিক টাইম আউটস্ক্রিন সম্পূর্ণ স্পন্সর করেছে। এই স্পন্সরশিপ ছাড়াও বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড বিপিএলের এই আসরে রংপুর রাইডারসের স্পন্সরও হয়েছে।
গত বৃহস্পতিবার বিপিএলের পক্ষে বিসিবি অনুমোদিত প্রতিষ্ঠান কে-স্পোর্টস আয়োজিত এক অনুষ্ঠানে এসব চুক্তি সই হয়।
বসুন্ধরা হেডকোয়ার্টার-২ তে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব মার্কেটিং এম এম জসীম উদ্দীন ও কে স্পোর্টসের সিইও ফাহাদ করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে সই করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের হেড অব সাপ্লাই চেইন আব্দুস শুকুর, হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স মাহাবুব আলম, হেড অব সেলস মীর টি আই ফারুক রিজভি, হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন আতিক উজ জামান খান, বিজনেস অপারেশনস অ্যান্ড প্ল্যানিং জিএম জাকারিয়া জালাল, ইন্টারনাল আডিট ডিজিএম সেলিম রেজা, কে স্পোর্টসের ডিরেক্টর আশফাক আহমেদ এবং সিওও মাহাবুবুর রশিদ প্রমুখ।
বসুন্ধরা এল পি গ্যাসের হেড অব মার্কেটিং এম এম জসীম উদ্দীন বলেন, ‘বসুন্ধরা গ্রুপ খেলাধুলার বিষয়ে সবসময় আন্তরিক। এ ক্ষেত্রে স্পন্সরশিপ বা পৃষ্ঠপোষকতায় আমরা সবসময়ই এগিয়ে আসি। ভবিষ্যতে আমরা আরো বড় পরিসরে ক্রিকেটে আমাদের নিজেদের সম্পৃক্ত করতে চাই।’
আগামী ৪ নভেম্বর শুরু হচ্ছে বিপিএলের পঞ্চম আসর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাওয়া এবারের আসরের উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্স খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। প্রথম দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে রাজশাহী কিংস-রংপুর রাইডার্স।