হোটেল এক্সিকিউটিভ ইনে চলছে বিশেষ ছাড়
ইংরেজি নতুন বছর উপলক্ষে রুম বুকিংয়ে বিশেষ ছাড় দিচ্ছে রাজধানীর গুলশান-২ এলাকার হোটেল এক্সিকিউটিভ ইন।
ছাড়ে সুপিরিয়র ক্যাটাগরির রুমে এক রাত অবস্থানের খরচ ১৪ হাজার ৪০০ টাকার পরিবর্তে লাগবে মাত্র আট হাজার টাকা। এ ছাড়া ছাড়ের বাড়তি সুবিধা হিসেবে থাকছে সৌজন্যমূলক সকালের নাশতা ও রাতের খাবার।
চলতি মাসের ১৫ তারিখ থেকে শুরু হওয়া এই সুবিধা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। এই ছাড় পেতে বা হোটেলের অন্য যে কোনা বিষয়ে যোগাযোগ করতে পারেন ০১৭৭৭৭০০৬৮৯ অথবা ০১৭৭৭৭০০৬৯৯ নম্বরে।
২০১৫ সালে খান বাহাদুর গ্রুপ রাজধানীর কূটনৈতিক এলাকা গুলশান-২-এ চালু করে হোটেল এক্সিকিউটিভ ইন। এই গ্রুপের অন্য উল্লেখযোগ্য উদ্যোগগুলোর মধ্যে রয়েছে আমেরিকান ফ্রাঞ্চাইজ পিজা সাবারো, কেবি ফুডস, আমানত মেরিন ওয়ার্কস, রহিমা অ্যাগ্রো ইত্যাদি।