দ্বিতীয় বর্ষে পদার্পণ করল সফটএভার
সাফল্যের ধারা অব্যাহত রেখে কেক কেটে প্রথম বর্ষপূর্তি পালন করল দেশের অন্যতম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান সফটএভার।
গত ২৩ ডিসেম্বর শনিবার দুপুরে সফটএভারের ময়মনসিংহের করপোরেট অফিসে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে নিয়ে কেক কাটা ও মধ্যাহ্নভোজের মাধ্যমে বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এটুআই (প্রধানমন্ত্রী কার্যালয়)-এর আইটি ম্যানেজার আরফে এলাহি মানিক, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মো. রকিবুল ইসলাম রকিব, অ্যাপোলো ইনস্টটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এ আর এম শামছুর রহমান, ময়মনসিংহ জেলা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল, সফটএভারের প্রধান নির্বাহী মো. রিয়াদ মিয়া, ব্যবস্থাপনা পরিচালক আরাফাত রহমানসহ প্রতিষ্ঠানের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, শুভাকাঙ্ক্ষী ও আগত অতিথিরা।