২০ লাখ শেয়ার বিক্রি করবেন আর্গন ডেনিমের ৫ উদ্যোক্তা
শেয়ারবাজারে তালিকাভুক্ত অর্গান ডেনিমের পাঁচ উদ্যোক্তা তাঁদের ধারণ করা শেয়ার থেকে মোট ২০ লাখ শেয়ার বর্তমান বাজারদরে বিক্রয় করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
উদ্যোক্তা-পরিচালকদের মধ্যে আরিফা আক্তার এক লাখ ৯৭ হাজার, ফারহানা হক দুই লাখ এক হাজার, আক্তার শহীদ পাঁচ লাখ, আবু কাউসার মজুমদার পাঁচ লাখ ৫৩ হাজার ও এ কে গওহর রাব্বানী পাঁচ লাখ ৪৯ হাজার শেয়ার বিক্রি করবেন। তাঁরা ৩০ কার্যদিবসে বাজারদরে এসব শেয়ার বিক্রি করবেন।
উদ্যোক্তাদের মধ্যে বর্তমানে আরিফা আক্তারের কাছে তিন লাখ আট হাজার ১৬টি, ফারহানা হকের তিন লাখ ১২ হাজার ৯৮৪টি, আক্তার শহীদের ৭১ লাখ ৪৭ হাজার ২৯৬টি, আবু কাউসার মজুমদারের ৯৯ লাখ ২২ হাজার ৭৫২টি এবং এ কে গওহর রাব্বানীর কাছে ৯৯ লাখ ২২ হাজার ২০০টি শেয়ার রয়েছে।
গত এক মাসে আর্গন ডেনিম লিমিটেডের শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ২৫ টাকা ২০ পয়সা ও সর্বোচ্চ ৮০০ টাকা ৬০ পয়সা। গত ছয় মাসে এর সর্বনিম্ন দাম ছিল ২২ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ৩৮ টাকা ২০ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরের জন্য কোম্পানি কর্তৃপক্ষ ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে এ হিসাব বছরে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৮ কোটি ৭৪ লাখ ৬০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) তিন টাকা ৪৭ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৭ টাকা।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (জানু-জুন) কোম্পানির শেয়ারপ্রতি আয় এক টাকা ৩৯ পয়সা আর সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১০ দশমিক ২৫।