সপ্তাহের শেষ দিবসে কমেছে সূচক ও লেনদেন
একদিনের ব্যবধানে আবারও সূচক ও লেনদেনের পতনের মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনের ইতি টেনেছে দেশের প্রধান দুই শেয়ারবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জ এ (ডিএসই) সূচক কমেছে ১২ দশমিক ৭৫ পয়েন্ট আর লেনদেন কমেছে ১২০ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার ডিএসইতে কার্যদিবসের শুরুতে ইতিবাচক ধারায় লেনদেন শুরু হলেও শেষ হয়েছে মূল্যসূচকের পতন দিয়ে। এর মধ্য দিয়ে চলতি সপ্তাহের পাঁচ কার্যদিবসের চার দিবসেই সূচক কমেছে। আজ ডিএসইতে লেনদেন শেষে সার্বিক সূচক দাঁড়ায় চার হাজার ৮০৮ পয়েন্টে আর লেনদেন হয় ৬০৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ৬১৫ কোটি ৭৯ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩২১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর। দিন শেষে প্রধান মূল্যসূচক ১২ পয়েন্ট কমে চার হাজার ৮০৮ পয়েন্ট, ডিএসইএস বা শরিয়াহ সূচক এক পয়েন্ট কমে এক হাজার ১৯১ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট কমে এক হাজার ৮৫৯ পয়েন্টে অবস্থান করে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সিএসই সার্বিক সূচক ২৯ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮১ পয়েন্টে অবস্থান করেছে। সিএসইতে মোট লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৫টি, কমেছে ১১২টির এবং অপরিবর্তিত ৪৮টি দর।
ডিএসইতে লেনদেনের শীর্ষে (টাকায়) থাকা দশ কোম্পানি হচ্ছে, ইসলামী ব্যাংক, ফ্যামিলিটেক্স, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, এপোলো ইস্পাত, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক এবং ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
দর বাড়ার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হচ্ছে, ফ্যামিলি টেক্স, এইচআর টেক্স, আইসিবি এমপ্লয়ী মিউচুয়াল ফান্ড ১ স্কিম-১, ইসলামী ব্যাংক, আইসিবি ২য় এনআরবি, স্টান্ডার্ড ইন্স্যুরেন্স, সাফকো স্পিনিং, এপেক্স ফুডস্, প্রাইম ১ আইসিবিএ ও সেন্ট্রাল ফার্মা।
দর হারানোর শীর্ষে থাকা ১০টি কোম্পানি হচ্ছে, সন্ধানী ইন্সুরেন্স, ৮ম আইসিবি, ৬ষ্ঠ আইসিবি, ৭ম আইসিবি, ৪র্থ আইসিবি, বীচ হ্যাচারী, মুন্নু স্টাফলার, ২য় আইসিবি, সোনালী আঁশ ও ১ম আইসিবি।