শেয়ার কিনবেন এনসিসি ব্যাংকের উদ্যোক্তা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের উদ্যোক্তা ফখরুল আনোয়ার পাঁচ লাখ ১০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বাজার দরে এসব শেয়ার কিনবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। এ হিসাব বছরে মুনাফা হয়েছে ১৪৯ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৮৬ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ৮৮ পয়সা।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল নয় টাকা দশ পয়সা ও সর্বোচ্চ নয় টাকা ৫০ পয়সা। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের দর নয় টাকা ২০ পয়সা থেকে নয় টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৮ দশমিক ৩৬।
২০০০ সালে তালিকাভুক্ত এ ক্যাটাগরির প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধনের পরিমাণ এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮৮৩ কোটি ২২ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ২৯ দশমিক ৬৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ২৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে শূন্য দশমিক ১৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৯ দশমিক ৮৬ শতাংশ শেয়ার রয়েছে।