সপ্তাহে দর হারানোর শীর্ষে সন্ধানী লাইফ ইন্সুরেন্স
শেষ হোয়া সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর হারানো কোম্পানিগুলোর মধ্যে শীর্ষে ছিল বিমা খাতের এ ক্যাটাগরির প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির দর ১৯ দশমিক ১৫ শতাংশ কমেছে।
সপ্তাহের ৫ কার্যদিবসে প্রতিষ্ঠানটির প্রতিদিনের গড় লেনদেনের পরিমাণ ছিল ২৯ লাখ ৭৪ হাজার ৬০০ টাকা। আর সপ্তাহজুড়ে কোম্পানিটির মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এক কোটি ৪৮ লাখ ৭৩ হাজার টাকা।
সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার কোম্পানির প্রতিটি শেয়ার ৪৩ টাকা ৩০ পয়সা থেকে ৪৪ টাকায় লেনদেন হয়। আর গত এক মাসে এর প্রতিটি শেয়ারের সর্বোচ্চ দর ছিল ৫৪ টাকা ৩০ পয়সা আর সর্বনিম্ন দর ছিল ৪৩ টাকা ৯০ পয়সা।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১৪ অর্থবছরে ২২ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ হিসাব বছরে প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই টাকা ১৬ পয়সা। প্রতিটি শেয়ারের সম্পদমূল্য (এনএভি) ২৭ টাকা ৬১ পয়সা।
প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১ সেপ্টেম্বর বেলা ১১টা ৩০ মিনিটে। এজিএমের স্থান : এমএইচ সমরিতা হাসপাতাল অডিটরিয়াম মিলনায়তন, ১১৭ তেজগাঁ, ঢাকা-১২০৮। সবশেষ ২০১৩ হিসাব বছরে প্রতিষ্ঠানটি ২৫ দশমিক ৫০ বোনাস শেয়ার দেয়।
চলতি ২০১৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সময়ে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী আয় কমেছে তিন কোটি ১৯ লাখ ৮০ হাজার টাকা যা আগের বছরের একই সময়ে বেড়েছিল এক কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা।