সপ্তাহের ব্যবধানে লেনদেনের শীর্ষে ইউপিজিডিসিএল
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেনে নেতৃত্ব দিয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (ইউপিজিডিসিএল) লিমিটেড।
সপ্তাহজুড়ে প্রতিষ্ঠানটি মোট এক কোটি ছয় লাখ ৩১ হাজার ৩৭৪টি শেয়ার হাতবদল হয়েছে, যার বাজার মূল্য ছিল ১৭৬ কোটি নয় লাখ ৩৭ হাজার টাকা।
সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার ১৬১ টাকা ১০ পয়সা থেকে ১৬৮ টাকায় লেনদেন হয়। আর গত এক মাসে এর প্রতিটি শেয়ারের সর্বোচ্চ দর ছিল ১৭২ টাকা ২০ পয়সা আর সর্বনিম্ন দর ছিল ১৫৭ টাকা ৪০ পয়সা।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ ২০১৪ অর্থবছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার দেওয়ার সিদ্ধান্ত নেয়। এ হিসাব বছরে প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আট টাকা ৩০ পয়সা। প্রতিটি শেয়ারের সম্পদমূল্য (এনএভি) ৩১ টাকা ৯৪ পয়সা।
চলতি ২০১৫ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে (জানু-জুন) সময়ে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর-পরবর্তী আয় ১৬১ কোটি ৮৩ লাখ ১০ হাজার টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) চার টাকা ৫৭ পয়সা আর শেয়ারের দাম-আয় অনুপাত (পিই) ১৭ দশমিক ৬৮।