রহিমা ফুডের দাবি, দর বাড়ার সংবেদনশীল তথ্য নেই
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও বিবিধ খাতের রহিমা ফুডের দর বাড়ার কোনো সংবেদনশীল তথ্য নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে এমনটি জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।
আজ রোববার ডিএসই সূত্রে এ জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, প্রতিষ্ঠানের শেয়ারের দর ১০ কার্যদিবসের মধ্যে আট দিবসে দর বাড়ে। এ সময়ে শেয়ারটির দর ৩৪ টাকা থেকে বেড়ে ৪৫ টাকা ৫০ পয়সা পর্যন্ত লেনদেন হয়। অর্থাৎ শেয়ারটির দর বেড়েছে ১১ টাকা ৫০ পয়সা। প্রতিষ্ঠানের শেয়ারের এই অস্বাভাবিক দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য আছে কি না, তা জানতে ১৩ আগস্ট নোটিশ পাঠায় ডিএসই।
বৃহস্পতিবার প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের দর ৪৪ টাকা ৬০ পয়সায় সবশেষ লেনদেন হয়, যা সমন্বয় শেষে প্রতিটি শেয়ারের দর ছিল ৪৪ টাকা ৯০ পয়সা।
২০১৪ সালের ৩০ জুন হিসাব বছরে কর-পরবর্তী লোকসান এক কোটি ৬০ লাখ টাকা। শেয়ারপ্রতি লোকসান দশমিক ৮০ পয়সা। আর নিট সম্পদমূল্য তিন টাকা ৬৫ পয়সা।
২০১৫ সালের চলতি তৃতীয় প্রান্তিকে (জুলাই-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দশমিক ৩৫ পয়সা। আর কর-পরবর্তী নিট লোকসান ৬৯ লাখ ৩০ হাজার টাকা।
আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল দশমিক ৭৬ পয়সা আর কর-পরবর্তী লোকসান ছিল এক কোটি ৫১ লাখ ৯০ হাজার টাকা।
১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানির মোট শেয়ারের মধ্যে ৫২ দশমিক ৯৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৪ দশমিক ৪৩ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৫ দশমিক ১ শতাংশ বিদেশি বিনিয়োগকারী এবং ৩৭ দশমিক ৫৭ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে।