স্পট মার্কেটে যাচ্ছে শা শা ডেনিমস, বার্জার
শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি ১৮ আগস্ট মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- টেক্সটাইল খাতের শা শা ডেনিমস, বিবিধ খাতের বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড।
কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দেওয়ার লক্ষ্যে শেয়ারের লেনদেন ১৮ আগস্ট মঙ্গলবার ও ১৯ আগস্ট বুধবার স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে হবে। কোম্পানির রেকর্ড ডেট আগামী ২০ আগস্ট বৃহস্পতিবার। রেকর্ড ডেটের কারণে ওই দিন বন্ধ থাকবে।
শা শা ডেনিমস
২০১৪ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে শেয়ার হোল্ডারদের ২০ শতাংশ নগদ এবং ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ দেয়। এ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় তিন টাকা ৬৪ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ছিল ৫৯ টাকা ৩২ পয়সা।
২০১৫ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৫৪ পয়সা এবং সমন্বিত সম্পদমূল্য দাঁড়ায় (এনএভি) ৪১ টাকা ৫৭ পয়সা যা আগের বছরের একই সময়ে ছিল ২৬ টাকা ৬১ পয়সা। শেয়ারের দাম আয় অনুপাত ৮ দশমিক ৫০।
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড
২০১৪ সালের ৩১ ডিসেম্বর হিসাব বছরে শেয়ারহোল্ডারদের ২২০ শতাংশ লভ্যাংশ দেয়। এ হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় ৪৯ টাকা ৬৪ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ছিল ১৫৪ টাকা ৪ পয়সা।
২০১৫ সালের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩৪ টাকা ৮২ পয়সা; শেয়ারের দাম-আয়ের অনুপাত ২৮ দশমিক ৭১।