সূচক পতনের বৃত্তে শেয়ারবাজার
গত সপ্তাহের পতনের বৃত্তেই ঘুরছে দেশের দুই শেয়ারবাজারের চলতি সপ্তাহের লেনদেন। গতকালের মতো আজ সোমবারও দেশের উভয় শেয়ারবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে গতকালের তুলনায় আজ সূচক কমলেও দুই শেয়ারবাজারেই বেড়েছে টাকার লেনদেন।
লেনদেনের শুরুর দিকে বাজারে আশার আলো দেখা গেলেও তা স্থায়ী হয়নি। বেলা ১১টার পরে সূচক নিম্নমুখী হলে কার্যদিবসের শেষ পর্যন্ত আর ঊর্ধ্বমুখী হয়নি। অবশেষে পতনের মধ্য দিয়েই দিনের কার্যদিবস শেষ হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৬১০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার; যা আগের দিনের তুলনায় ৭৭ কোটি সাত লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে আজ লেনদেন করা ৩১৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ফান্ডের দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৭৩ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮২৭ পয়েন্টে।
সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৮ কোটি চার লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮২টি কোম্পানির, দর কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনে এগিয়ে থাকা ১০ কোম্পানি হচ্ছে ইসলামী ব্যাংক, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, এপেক্স ট্যানারি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, লাফার্জ সুরমা, গ্রামীণফোন ও আইএফআইসি ব্যাংক।
দর বাড়ার শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো এপেক্স ট্যানারি, এপেক্স ফুডস, আইএফআইসি, শ্যামপুর সুগার মিলস লিমিটেড, নরদার্ন জুট, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, ইস্টার্ন ক্যাবলস, তৃতীয় আইসিবি, মুন্নু সিরামিকস, অগ্রণী ইন্স্যুরেন্স ও প্রথম আইসিবি।
দর হারানোর শীর্ষে ১০টি কোম্পানি হলো জুট স্পিনার্স, এক্সিম প্রথম মিউচুয়াল ফান্ড, রহিমা ফুডস, ওরিয়ন ইনফিউশন, বেঙ্গল উইন্ডসোর, বিডি ওয়েল্ডিং, পিএইচপি মিউচুয়াল ফান্ড প্রথম, জিলবাংলা সুগার, এটলাস বাংলা ও গ্লোবাল হেভি কেমিকেল লিমিটেড।