জিপিএইচ ইস্পাতের পর্ষদ সভা ২৭ আগস্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাতের পরিচালনা পর্ষদ সভা আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হবে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
৩০ এপ্রিল-২০১৫ সমাপ্ত হওয়া বছরে প্রতিষ্ঠানটির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্ষদ সভার বৈঠকে পর্যালোচনা করা হবে। বৈঠকে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার প্রস্তাব আসতে পারে।
গত এক মাসে প্রতিষ্ঠানের শেয়ারের সর্বনিম্ন দর ৪৫ টাকা ৬০ পয়সা আর সর্বোচ্চ দর ৫২ টাকা ১০ পয়সা। গত সোমবার প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ার ৪৭ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়।
চলতি বছর তৃতীয় প্রান্তিক (মে-এপ্রিল) পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) এক টাকা ৯৮ পয়সা। আর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির কর-পরবর্তী আয় ২৪ কোটি ৭০ লাখ ৬০ হাজার টাকা।
গত বছর প্রতিষ্ঠানটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ প্রদান করে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। শেয়ারপ্রতি আয় দুই টাকা ৩৫ পয়সা আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ২৫ পয়সা।