গ্যাস ক্রয়-বিক্রয়ে চুক্তি করেছে সিভিও পেট্রো
শেয়ারবাজারে তালিকাভুক্ত শক্তি ও জ্বালানি খাতের প্রতিষ্ঠান সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড ও সিলেট গ্যাসফিল্ড লিমিটেডের (এসজিএফএল) মধ্যে গ্যাস ক্রয়-বিক্রয় চুক্তি হয়েছে। গতকাল সোমবার এ চুক্তি সই হয়। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চুক্তির আওতায় এসজিএফএল থেকে দুই বছরে ৯০ হাজার টন ‘ন্যাচারাল গ্যাস কনডেনসেট’ (এনজিসি) কিনবে সিভিও পেট্রো। এনজিসি বলতে অপরিশোধিত প্রাকৃতিক গ্যাস বোঝায়, যার মধ্যে কার্বন ও হাইড্রোজেনভিত্তিক বিভিন্ন যৌগ থাকে। এনজিসি পরিশোধনের মাধ্যমে ব্যবহারযোগ্য গ্যাস পাওয়া যায়।
চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিক (জুলাই-মার্চ) সময়ে কোম্পানির অনিরীক্ষিত হিসাব অনুযায়ী কর-পরবর্তী আয় ১০ কোটি ২৩ লাখ ৬০ হাজার টাকা। শেয়ারপ্রতি আয় (ইপিএস) পাঁচ টাকা ১৭ পয়সা। শেয়ারের দাম-আয় অনুপাত (পিই) ৬২ দশমিক ৬৫।
১৯৯০ সালে তালিকাভুক্ত বি ক্যাটাগরির প্রতিষ্ঠান সিভিও পেট্রোর মোট শেয়ারের মধ্যে ৫০ শতাংশ উদ্যোক্তা-পরিচালক, ১৬ দশমিক ১২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং ৩৩ দশমিক ৮৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীর।