মেয়াদ বাড়াতে সভা করবে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল
মেয়াদ বাড়াতে ইউনিট হোল্ডারদের নিয়ে আবারো বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড-এর ট্রাস্টি।
আজ মঙ্গলবার ডিএসই সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ মার্চ ফান্ডের মেয়াদ সাত বছর পূর্ণ হবে। নিয়মানুযায়ী ২০১৬ সালের ১৫ মার্চ থেকে ফান্ডটি বিলুপ্ত হবে। এর ফলে শেয়ারবাজারে এটির লেনদেনও বন্ধ হয়ে যাবে।
২০০৯ সালে তালিকাভুক্ত হওয়া ফান্ডটির সম্পদ ব্যবস্থাপনার দায়িত্বে আছে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি।
সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মিউচুয়াল ফান্ড বিধি অনুযায়ী, মেয়াদ বাড়াতে হলে ইউনিট হোল্ডারদের সভায় উপস্থিত তিন-চতুর্থাংশের সম্মতি দরকার। সম্মতি দিলে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনে ফান্ডের মেয়াদ আরও ৩ বছর বাড়ানো যেতে পারে।
এ পরিস্থিতিতে ফান্ডের ট্রাস্টি কমিটি ইউনিট হোল্ডারদের সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। সভার রেকর্ড ডেট নিধার্রণ করা হয়েছে ৯ সেপ্টেম্বর। সভার তারিখ, সময় ও স্থান পরে ঘোষণা করা হবে।