সূচক বাড়লেও কমেছে লেনদেন
আট কার্যদিবস পর মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূচক ৪১ পয়েন্ট বাড়লেও লেনদেন কমেছে ১৩ দশমিক ৪২ শতাংশ বা ৮১ কোটি ৯০ লাখ টাকা।
মঙ্গলবার লেনদেনের শুরুতে মিশ্র প্রবণতা থাকলেও শেষ ভাগে টানা সূচক বৃদ্ধি পায়। আজ সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। তবে টাকার অঙ্কে উভয় বাজারে কিছুটা কমেছে লেনদেন। প্রথম ভাগে বিক্রির চাপ এবং শেষ ভাগে কেনার চাপের ফলেই এমনটা হয়েছে। আর শেয়ারবাজারে এ প্রক্রিয়া স্বাভাবিক বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন হয়েছে ৫২৮ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার। আগের দিন এ বাজারে ৬১০ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইতে আজ লেনদেন করা ৩১৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ফান্ডের দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৮০৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৮৪ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৪১ পয়েন্টে।
মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ১০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৩৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৬টি কোম্পানির, দর কমেছে ১২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনে এগিয়ে থাকা ১০ কোম্পানি হচ্ছে ইসলামী ব্যাংক, ফ্যামিলি টেক্স, স্কয়ার ফার্মা, এপেক্স ট্যানারী, শাহাজীবাজার পাওয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ইউনাইটেড পাওয়ার, ফার কেমিক্যাল, আরএসআরএম স্টিল ও গ্রামীণ ফোন।
দর বাড়ার শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো এপেক্স ট্যানারী, এপেক্স ফুডস, এটলাস বাংলা, নরদার্ন জুট, প্রাইম টেক্স, এএমসিএল (প্রাণ), পিপলস লিজিং, ফার কেমিক্যাল, জাহিন টেক্স ও সোনালি আঁশ।
দর হারানোর শীর্ষে ১০টি কোম্পানি হলো জেমিনি সি ফুড, এফবিএফআইএফ, মাইডাস ফাইন্যান্স, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড-১, প্রাইম ফাইন্যান্স প্রথম মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, মুন্নু স্টাফলার, পঞ্চম আইসিবি, কোহিনুর কেমিক্যাল ও আলহাজ টেক্সটাইল।