ডিএসইতে এক ঘণ্টায় ৬৩ শতাংশ শেয়ারের দাম বেড়েছে
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার প্রথম ঘণ্টায় ৬৩ শতাংশ শেয়ারের দাম বেড়েছে। এ সময়ে মোট লেনদেন হয়েছে ২৮৪টি কোম্পানির শেয়ার।
ডিএসইতে আজ এক ঘণ্টায় লেনদেন হয়েছে ১৫৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। মোট লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮১টির, কমেছে ৬০টির ও অপরিবর্তিত ছিল ৪৩টি কোম্পানির দাম।
এ সময়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ২৩ পয়েন্ট বেড়ে ৪৮৩২.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট ও শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়েছে।