সিএসইতে লেনদেন বেড়েছে ৮২ শতাংশ
দেশের উভয় শেয়ারবাজারে আজ বুধবার সূচক ও লেনদেনে ঊর্ধ্বগামী প্রবণতা দেখা গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৪ শতাংশ। তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে ৮২ শতাংশ। আজ সিএসইতে লেনদেন হয়েছে ৮৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর আগে ৬ আগস্ট এই স্টক এক্সচেঞ্জে লেনদেন হয় ১০৫ কোটি ৪৭ লাখ টাকা।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইতে আজ লেনদেনের শুরু থেকেই ক্রয়চাপ বাড়ায় সূচক বাড়তে থাকে। তবে পরবর্তী সময়ে বিক্রির চাপ বাড়ায় সূচক কমে। দিন শেষে আগের দিনের চেয়ে সূচক সামান্য বেড়ে লেনদেন শেষ হয়। সিএসইতেও আজ একই প্রবণতায় লেনদেন হয়েছে। তবে প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরা সিএসইতে শেয়ার কেনাবেচা বেশি করায় লেনদেন উল্লেখযোগ্য পরিমাণ বেড়েছে।
ডিএসইতে আজ ৫৫০ কোটি ১৯ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২১ কোটি ৬১ লাখ টাকা বেশি। লেনদেন হওয়া ৩১৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত ছিল ৪৪টির দাম।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আজ আগের কার্যদিবসের চেয়ে ৭.৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৮১৬.৯৭ পয়েন্টে। আর ডিএস-৩০ মূল্যসূচক ৭.৪৯ পয়েন্ট বেড়ে ১৮৪৯.৩৫ পয়েন্ট এবং শরিয়াহ সূচক ৩.৯৭ পয়েন্ট বেড়ে ১১৮৮.৩০ পয়েন্টে দাঁড়িয়েছে।
সিএসইতে আজ লেনদেন হয়েছে ৮৬ কোটি ২৭ লাখ ৪৫ হাজার ৬৬৬ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে ৩৮ কোটি ৯২ লাখ ৮২ হাজার টাকা। লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২১টির, কমেছে ৯৮টির ও অপরিবর্তিত ছিল ৩৪টির দাম। সিএসইর সার্বিক সূচক বেড়েছে ৪৫ পয়েন্ট।
ডিএসইতে লেনদেনে টাকার পরিমাণে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : স্কয়ার ফার্মা, অ্যাপেক্স ট্যানারি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন, ইসলামী ব্যাংক, আরএসআরএম স্টিল, ফার কেমিক্যাল, ফ্যামিলিটেক্স, সিঅ্যান্ডএ টেক্সটাইল, সেন্ট্রাল ফার্মা ও লাফার্জ সুরমা সিমেন্ট।
দাম বাড়ায় এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো : অ্যাপেক্স স্পিন, মুন্নু সিরামিক, ইবনে সিনা, বিডি অটোকারস, মিরাকল ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল পিলমার, রহিমা টেক্সটাইল, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, কাশেম ড্রাইসেল ও ন্যাশনাল হাউজিং অ্যান্ড ফাইন্যান্স।
বেশি দাম হারানো ১০টি কোম্পানি হলো : ইস্টার্ন লুব্রিক্যান্টস, সানলাইফ ইন্স্যুরেন্স, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, বেঙ্গল ইন্ডসর, শ্যামপুর সুগার, জিল বাংলা, প্রিমিয়ার লিজিং, আলহাজ টেক্সটাইল, অ্যাপেক্স ফুডস ও এআইবিএল প্রথম মিউচুয়াল ফান্ড।