সিমটেক্সের আইপিও আবেদন শুরু কাল
শেয়ারবাজার থেকে পুঁজি সংগ্রহের অনুমোদন পাওয়া সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপও) শেয়ার পেতে আগামীকাল সোমবার থেকে আবেদন করা যাবে। আগামী ১ সেপ্টেম্বর এই আবেদন গ্রহণ শেষ হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৪৭তম সাধারণ সভায় এ কোম্পানিকে তিন কোটি শেয়ার ছেড়ে ৬০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেওয়া হয়। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা দামে কোম্পানিটি শেয়ার ইস্যু করা হবে।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আইপিও আবেদন গ্রহণে নতুন করে যোগ হয়েছে আরো ২৮টি ব্রোকারেজ হাউস। কোম্পানির প্রাথমিক দাখিলকৃত প্রসপেক্টাসে অপ্রত্যাশিতভাবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ২৮ সিকিউরিটিজ হাউসের নাম উল্লেখ করা হয়নি। তবে পরে সংশোধন করে ২৮ হাউসের নাম যোগ করা হয়েছে।
ডিএসইর ব্রোকারেজ হাউসগুলো হলো : সাহেক সিকিউরিটিজ লিমিটেড (সান্তা সিকিউরিটিজ লিমিটেড), ট্রান্সকন সিকিউরিটিজ, বাংকো সিকিউরিটিজ, প্রুডেন্সিয়াল সিকিউরিটিজ, রয়েল গ্রিন সিকিউরিটিজ, লতিফ সিকিউরিটিজ, এবিএস সাফদার অ্যান্ড কোম্পানি, দোহা সিকিউরিটিজ, হেদায়েতউল্লাহ সিকিউরিটিজ, ফরচুন সিকিউরিটিজ, এএইচসি সিকিউরিটিজ, বাংলাদেশ শিল্প ব্যাংক, খোরশেদ আলম সিকিউরিটিজ, ফারইস্ট ইসলামী সিকিউরিটিজ, বেক্সিমকো সিকিউরিটিজ, সালাম অ্যান্ড কোম্পানি, এ এম সিকিউরিটিজ অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড, নেক্সাস সিকিউরিটিজ, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ, ট্রেজার সিকিউরিটিজ, মিরর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, কনমার্ক লিমিটেড, মেঘনা লাইফ সিকিউরিটিজ, রূপালী ব্যাংক সিকিউরিটিজ এবং উত্তরা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড।
সিএসইর ব্রোকারেজ হাউসগুলো হচ্ছে : হাবিব শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ, জালালাবাদ সিকিউরিটিজ এবং জেসকো ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহ করে মূলধনী বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধনে অর্থায়ন ও আইপিওর খরচ খাতে ব্যয় করবে।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে তিন টাকা ৩৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৬০ পয়সা।
এই কোম্পানির আইপিও শেয়ার ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।