বন্ড ছেড়ে ৪০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে এবি ব্যাংক
সাত বছর মেয়াদি নন-কনভার্টিবল বন্ড ছেড়ে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ৪০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে এবি ব্যাংক। শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর মধ্যে এ বিষয়ে অনুমোদন দিয়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন রুলস, ২০১২-এর টিয়ার-টু মূলধন সংগ্রহ করতে এই সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়বে কোম্পানিটি। এবি ব্যাংক সাব-অর্ডিনেটেড বন্ড-২-তে সাগে ১১ থেকে সাড়ে ১৩ শতাংশ কিংবা নিয়ন্ত্রণকারী সংস্থা নির্ধারিত হারে সুদ দেওয়া হবে।
১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ৬০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৫৯৯ কোটি দুই লাখ টাকা।
বর্তমানে কোম্পানিটির শেয়ারসংখ্যা ৫৯ কোটি ৯০ লাখ ১৬ হাজার ৫৪৬ কোটি। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ১৩ দশমিক ৯১ শতাংশ, সরকার দশমিক ৫৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৫২ দশমিক ৮৬ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী ২ দশমিক ১৯ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩০ দশমিক ৪৭ শতাংশ।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ২১ টাকা ৫০ পয়সা ও সর্বোচ্চ ২২ টাকা ৭০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৭ দশমিক ৯১।