চীনের পুঁজিবাজারে ধস চলছেই
চীনের কেন্দ্রীয় ব্যাংকের আশ্বাস সত্ত্বেও দেশটির পুঁজিবাজারে ধস ঠেকানো সম্ভব হয়নি। আজ বুধবার সাংহাই স্টক এক্সচেঞ্জের মূল্যসূচক সাংহাই কম্পোজিট ১ দশমিক ১ শতাংশ কমেছে।
চীনের অর্থনীতিতে অস্থিরতার কারণে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের মধ্যে আস্থায় চিড় ধরেছে। চলতি সপ্তাহে সাংহাই কম্পোজিট সূচকের ১৬ শতাংশ পতন হয়েছে। এর প্রভাব পড়েছে বিশ্ব পুঁজিবাজারে।
কয়েক দিনের অস্থিরতার পর স্টক মার্কেটকে শান্ত করতে চীনের কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগ হিসেবে দশমিক ২৫ শতাংশ সুদের হার কমিয়ে ৪ দশমিক ৬ শতাংশ করা হয়। গত বছর নভেম্বর থেকে এ পর্যন্ত পঞ্চমবারের মতো সুদের হার কমানো হলো।
চীনের শেয়ারবাজারে বিনিয়োগ করতে ব্যাংক থেকে ঋণ নিয়েছে বিনিয়োগকারীরা। গত জুনে চীনের অর্থনীতি গতিশীল করতে সরকার হস্তক্ষেপ করে।
সপ্তাহ দুয়েক আগে কেন্দ্রীয় মুদ্রার (ইউয়ান) অবমূল্যায়ন করা হয়, লক্ষ্য ছিল রপ্তানি বাড়ানো। এ নিয়ে নতুন করে চীনের অর্থনীতি নিয়ে উদ্বেগ শুরু হয়। এতে দেশটির অর্থনীতি শঙ্কার চেয়েও বেশি খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসি জানিয়েছে, বিশ্ব অর্থনীতিতে চীনের মুখ্য ভূমিকা থাকার কারণে দেশটির অর্থনীতির ধীরগতি বিশ্বজুড়ে নেতিবাচক প্রভাব ফেলে।