আমান ফিডের লেনদেন শুরু ১ সেপ্টেম্বর
শেয়ারবাজারে আমান ফিডের লেনদেন শুরু ১ সেপ্টেম্বর। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার আবেদনকারীদের বিও হিসাবে জমা হওয়ার পর লেনদেনের দিন ধার্য করেছে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কোম্পানিটিকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে।
কোম্পানিটির আইপিও শেয়ার বণ্টনে লটারি হয় গত ২৪ জুন। এর আইপিওতে মোট ৯১০ কোটি ১৯ লাখ ২৩ হাজার ২০০ টাকার আবেদন জমা পড়েছিল, যা চাহিদার চেয়ে ১২ দশমিক ৬৪ গুণ বেশি।
চলতি বছরের এপ্রিলে ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ২৬ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ৩৬ টাকায় ইস্যুর অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।