রাইট শেয়ার ইস্যু করবে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করে কোম্পানিটি। ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকায় রাইট ইস্যু করা হবে। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ ছাড়া কোম্পানিটি তাদের অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকায় উন্নীত করবে।
অনুমোদিত মূলধন বাড়ানো এবং রাইট ইস্যুর ব্যাপারে শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে বিশেষ সাধারণ সভা (ইজিএম) ১৫ অক্টোবর রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে আয়োজন করা হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ সেপ্টেম্বর। এসব ব্যাপারে নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদন নেবে কোম্পানিটি।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের ২০ লভ্যাংশ বোনাস লভ্যাংশ দেবে। এ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দুই টাকা ৭৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল দুই টাকা ৫৭ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪ টাকা৭৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১৪ টাকা ৯০ পয়সা।