রানার গ্রুপের হাতে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পদক
জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৬’ পেলেন রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান।
আজ মঙ্গলবার রাজধানীর ওসমানি মিলনায়তনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছ থেকে রানার অটোমোবাইলস লিমিটেডের পক্ষে ট্রফি ও সনদপত্র গ্রহণ করেন গ্রুপটির চেয়ারম্যান।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, রানার অটোমোবাইলস দেশের মোটরসাইকেল শিল্পের চাহিদা পূরণের পাশাপাশি নেপালে প্রথমবারের মতো ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডে রপ্তানিও শুরু করেছে।
পুরস্কারের প্রতিক্রিয়ায় রানার গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘এক সময় মোটরসাইকেলের পুরোটাই বিদেশ থেকে আমদানি করতে হতো। এতে বড় অংকের বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যেত। কিন্তু এরই মধ্যে রানার অটোমোবাইলস সহ কয়েকটি স্থানীয় ব্র্যান্ড ২৫ শতাংশের বেশি বাজার প্রায় ইতিমধ্যে দখল করেছে। আরও কয়েকটি বিদেশী ব্র্যান্ড শিগগির উৎপাদনে আসছে। রানার গ্রুপসহ দেশীয় শিল্পোদ্যোক্তাদের ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ একদিন মোটরসাইকেল শিল্পের ম্যানুফ্যাকচারিং হাব হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার-২০১৬’ এর জন্য মনোনীতদের চূড়ান্ত তালিকা গত ৮ ফেব্রুয়ারি প্রকাশ করে শিল্প মন্ত্রণালয়। এবার ছয়টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়। জাতীয় অর্থনীতিতে শিল্প খাতে অবদানের স্বীকৃতি, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতেই সরকার এ পুরস্কার দিচ্ছে।
চীনের ডায়াং মোটরসাইকেল বিপণনের মাধ্যমে রানার অটোমোবাইলস লিমিটেড যাত্রা শুরু করে ২০০০ সালে। ২০০৭ সালে ময়মনসিংহের ভালুকায় স্থাপন করা হয় মোটরবাইকের কম্পোনেন্টস তৈরির কারখানা।২০১১ সালে রানার ওয়েল্ডিং, পেইন্টিং,এসেম্বলিং,টেস্টিং,চেসিস,রিয়ার ফোরক,ফুয়েল ট্যাঙ্ক,মেইন স্ট্যান্ড,সাইড স্ট্যান্ড,ফুট পিগ এবং ইঞ্জিন তৈরির মাধ্যমে মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে।