আয় বাড়াতে চুক্তি সই করেছে সাইফ পাওয়ারটেক
শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানির আয় বাড়ানোর লক্ষে আশুগঞ্জ সার ও কেমিক্যাল কোম্পানির সঙ্গে যন্ত্রপাতি সংস্থাপনের একটি চুক্তি করেছে। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
চুক্তি অনুযায়ী, সাইফ পাওয়ারটেক, আশুগঞ্জ সার ও কেমিক্যাল কোম্পানির অ্যামোনিয়া প্লান্টের স্টার্ট-আপ হিটারের নকশা তৈরি, নির্মাণ, সরবরাহ ও স্থাপনপূর্বক নতুন মেশিন পরিচালনা কার্যক্রম সম্পন্ন করে দেবে। এসব কার্যক্রম চালু করতে ভ্যাট-ট্যাক্স ও বীমাসহ সাইফ পাওয়ারটেকের মোট খরচ হবে ৪০ কোটি ৯২ লাখ ৫৩ হাজার ৩৭৭ টাকা।
চুক্তির আওতায় সাইফ পাওয়ার টেক আশুগঞ্জ অ্যামোনিয়া প্ল্যান্টের বর্তমান স্টার্ট আপ হিটারের স্থলে নতুন স্টার্ট আপ হিটার প্রতিস্থাপন ও চালুর কাজ সম্পন্ন হলে সাইফ পাওয়ারটেকের মুনাফা ১০ থেকে ১২ শতাংশ বাড়বে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। ১ সেপ্টেম্বর কোম্পানি দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ ক্যাটাগরির কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৪৫ দশমিক ৪৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৫ দশমিক ২২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৯ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।