এপেক্স ফুডের লেনদেন বন্ধ রোববার
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি অ্যাপেক্স ফুডের লেনদেন আগামী রোববার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে আট কোটি ৪৮ লাখ ৪০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১২ টাকা ৬০ পয়সা। এ সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০৯ টাকা ১৬ পয়সা।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, আজ বৃহস্পতিবার এ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৭০ পয়সা। সর্বশেষ লেনদেন হয়েছে ১৪৯ টাকা, যা সমন্বয় শেষে দাঁড়ায় ১৪৮ টাকা ৩০ পয়সা। গত এক মাসের মধ্যে এর সর্বনিম্ন দাম ছিল ১২২ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ দাম ছিল ১৮০ টাকা ৪০ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ১০ দশমিক শূন্য ১।