দেশে প্রথম ‘হোম ফেস্ট’ আয়োজন করবে উইন্ডমিল
দেশে প্রথমবারের মতো হোম ফেস্ট ডেকোরেশন এক্সপো আয়োজন করতে যাচ্ছে উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেড। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৬ ও ৭ নভেম্বর ‘হোম ফেস্ট-২০১৫’ আয়োজিত হবে। সহযোগিতায় থাকবে ব্র্যাক ব্যাংক। আজ সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান আয়োজকরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হোম ফেস্ট উপলক্ষে মাসব্যাপী ইন্টেরিয়র ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে সৃজনশীল তরুণ ইন্টেরিয়র ডিজাইনারদের খুঁজে বের করা হবে। সেরা ডিজাইনার পাবেন তিন লাখ টাকা। এ ছাড়া ১৭টি বিভাগের সেরা ডিজাইনাররা হোম ফেস্টে সরাসরি অংশগ্রহণের সুযোগ পাবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উইন্ডমিলের ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুদ্দিন মোশারফ, উইন্ডমিল অ্যাডভারটাইজিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা সাব্বির রহমান তানিম, ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ফিরোজ আহমেদ খান, এসএসজির প্রধান বিপণন কর্মকর্তা আফতাব মাহমুদ খোরশেদ ও ব্র্যাক-আড়ংয়ের সিওও মোহাম্মদ আবদুর রউফ।
হোম ফেস্ট নিয়ে উইন্ডমিলের প্রধান নির্বাহী সাব্বির রহমান তানিম বলেন, ‘আমাদের মেধা ও সম্পদ রয়েছে। সমন্বয়ের মাধ্যমে সবাইকে একসঙ্গে নিয়ে নতুন সৃজনশীল কাজ করতে চাই। এটিই ইন্টেরিয়র ডিজাইন প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। ইন্টেরিয়র ডিজাইনের প্রয়োজনীয় বিভিন্ন অনুষঙ্গ খুঁজে পেতে আমাদের নানা স্থানে যেতে হয়। তাই সবাইকে একসঙ্গে এক জায়গায় নিয়ে আসার জন্যই আমাদের এ আয়োজন।’
হোম ফেস্টে তিনটি বিভাগে ১৭টি মডেল রুম প্রদর্শন করা হবে, যা ইন্টেরিয়র ডিজাইনের নানা উপাদান দিয়ে সাজানো থাকবে। এই আয়োজনের সঙ্গে থাকছে ব্র্যাক ব্যাংক, এসএসজি, আড়ংসহ দেশের বিভিন্ন ব্র্যান্ড। হোম ফেস্টে এসব প্রতিষ্ঠানের স্টল থাকবে, যেখানে তারা তাদের নানা পণ্য ও সেবার দিক তুলে ধরবে এবং ক্রেতাদের কেনাকাটায় নানা রকম সুবিধা দেবে।
‘হোম ফেস্ট ঢাকা-২০১৫’-এর বিস্তারিত জানতে ও প্রতিযোগিতায় অংশ নিতে ভিজিট করুন www.homefestdhaka.com অথবা www.facebook.com/homefestdhaka।