ঈদুল আজহা উপলক্ষে রকমারি দেবে বিশেষ উপহার!
ঈদুল আজহা উপলক্ষে অনলাইন শপিং সাইট রকমারি ডটকম (www.rokomari.com) বিশেষ উপহার প্রস্তাব করেছে। এ শপিং সাইটের মাধ্যমে যেকোনো বই কেনার আদেশ দিলেই রান্নার রেসিপি নিয়ে প্রকাশিত একটি পুস্তিকা উপহার দেওয়া হবে। পাশাপাশি কাঠের টেবিল চামচ উপহার পাওয়া যাবে।
কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রেসিপির পুস্তিকায় রান্না নিয়ে প্রকাশিত বিভিন্ন বইয়ের তালিকা ও দাম উল্লেখ করা আছে। গ্রাহকের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই এ আয়োজন বলে জানিয়েছে রকমারি ডটকম।