রাইটের শেয়ার ইস্যু করে ২৬২ কোটি টাকা সংগ্রহ করবে জিপিএইচ ইস্পাত
জিপিএইচ ইস্পাত রাইট শেয়ার ইস্যু করে শেয়ারবাজার থেকে ২৬২ কোটি টাকার মূলধন সংগ্রহ করবে। এর মাধ্যমে বার্ষিক ১০ লাখ ৮ হাজার মেট্রিক টন এম এস বিলেট ও ৭ লাখ ৬০ হাজার মেট্রিক টন এম এস রড উৎপাদন করবে কোম্পানিটি। আজ বুধবার সকালে চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত প্রতিষ্ঠানের বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ তথ্য তুলে ধরা হয়।
বিশেষ সাধারণ সভায় সর্বসস্মতভাবে ১৮ কোটি ৭১ লাখ ১০ হাজার রাইট শেয়ার অনুমোদন করা হয়। কোম্পানিটি একটি সাধারণ শেয়ারের বিপরীতে ৩টি রাইট শেয়ার ১৪ টাকা মূল্যে নির্ধারণ করবে।
রাইট শেয়ার ইস্যু করে জিপিএইচ আগামী ২ বছরের মধ্যে উৎপাদন ক্ষমতা ১ লাখ ৬৮ হাজার মেট্রিক টন থেকে বাড়িয়ে ১০ লাখ ৮ হাজার মেট্রিক টন এবং রড উৎপাদন ১ লাখ ২০ হাজার থেকে বাড়িয়ে ৭ লাখ ৬০ হাজার মেট্রিক টনে উন্নীত করবে কোম্পানিটি।
ইজিএমে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আলমগীর কবির, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমাস শিমুল, পরিচালক আবদুর রউফ, নির্বাহী পরিচালক আবু বক্কর, প্রধান অর্থ কর্মকর্তা কামরুল ইসলাম বক্তব্য রাখেন।