সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লটারি ড্র ৬ অক্টোবর
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লটারি ড্র ৬ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।
দেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে কোম্পানিটি গত ৬-১৪ সেপ্টেম্বর আইপিও আবেদন গ্রহণ করে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৫৩তম সভায় কোম্পানিটিকে শেয়ারবাজার থেকে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে তিন কোটি শেয়ার ছেড়ে ৬০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেওয়া হয়। এর বিপরীতে ৯৯০ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা বা ১৬ দশমিক ৫১ গুণ বেশি টাকার আবেদন জমা পড়ে।
এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের ১০ লাখ ৫৯ হাজার ২৪১টি, প্রবাসী বিনিয়োগকারীদের ৩৯ হাজার ৫৩৮টি, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের এক লাখ ২৩ হাজার ৭২৪টি এবং মিউচুয়াল ফান্ডের ৩৬টি আবেদন জমা পড়ে।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৩৩ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৯ টাকা ৬০ পয়সা ।
কোম্পানিটি শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহ করে মূলধনী বিনিয়োগ, ব্যাংক ঋণ পরিশোধ, চলতি মূলধন অর্থায়ন ও আইপিওর কাজে ব্যয় করবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।