সিমটেক্স ইন্ডাস্ট্রিজের আইপিওর লটারির ড্র অনুষ্ঠিত
সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) শেয়ার বণ্টন করতে লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর মহাখালীতে রাওয়া কনভেনশন সেন্টারের হেলমেট-১ হলে এই ড্র অনুষ্ঠিত হয়।
এর আগে গত ৬-১৪ সেপ্টেম্বর দেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে কোম্পানিটি আইপিও আবেদন গ্রহণ করে।
শেয়ারবাজার থেকে ৬০ কোটি টাকা সংগ্রহের বিপরীতে কোম্পানির আইপিওতে ৯৯০ কোটি ৭০ লাখ ২০ হাজার টাকা বা ১৬ দশমিক ৫১ গুণ বেশি টাকার আবেদন জমা পড়ে।
আইপিও লটারির ড্র অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান, কোম্পানির পরিচালক উজ্জ্বল কুমার নন্দী, নির্বাহী পরিচালক এম এ শাজাহান, ইস্যু ম্যানেজার ইউকাস্ট বিডির ব্যবস্থাপনা পরিচালক মাহবুব এইচ মজুমদার, ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালাউদ্দিন সিকদার উপস্থিত ছিলেন।
আইপিও আবেদনকারীদের মধ্যে সাধারণ বিনিয়োগকারী ১০ লাখ ৫৯ হাজার ২৪১টি, প্রবাসী বিনিয়োগকারী ৩৯ হাজার ৫৩৮টি, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী এক লাখ ২৩ হাজার ৭২৪টি এবং মিউচুয়াল ফান্ডের ৩৬টি আবেদন জমা পড়ে।
২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা ৩৩ পয়সা। নেট এসেট ভ্যালু (এনএভি) হয়েছে ১৯ টাকা ৬০ পয়সা।
কোম্পানিটি শেয়ারবাজার থেকে টাকা সংগ্রহ করে মূলধনী বিনিয়োগ, ব্যাংকঋণ পরিশোধ, চলতি মূলধন অর্থায়ন ও আইপিওর কাজে ব্যয় করবে।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।