দুই লাখ শেয়ার বেচবেন মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক এএসএম ফিরোজ আলম তাঁর হাতে থাকা এই কোম্পানি দুই লাখ শেয়ার বেচবেন। ২৯ অক্টোবরের মধ্যে বাজারদরে এসব শেয়ার বিক্রি করা হবে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে এএসএম ফিরোজ আলমের কাছে মার্কেন্টাইল ব্যাংকের মোট দুই কোটি ৬৩ লাখ ৪১ হাজার ২৩৩টি শেয়ার রয়েছে।
গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ১০ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ১০ টাকা ৩০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ১০ দশমিক ১।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পক্ষ থেকে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হয়েছে। এ হিসাব বছরে এর মুনাফা হয়েছে ১১৬ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৫৮ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ১৮ টাকা ২৮ পয়সা।
২০০৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির বর্তমানে অনুমোদিত মূলধন এক হাজার ২০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৭৩৯ কোটি ১৬ লাখ টাকা। শেয়ারসংখ্যা ৭৩ কোটি ৯১ লাখ ৫৬ হাজার ৭০১টি।এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩৯ দশমিক ৩৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৬ দশমিক ৭২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৫৩ দশমিক ৮৯ শতাংশ শেয়ার।