ভ্যানগার্ড বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের আইপিও আবেদন ৮ নভেম্বর
ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ইউনিট পেতে আগামী ৮-১২ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১৩ অক্টোবর এ ফান্ডের সংক্ষিপ্ত প্রসপেক্টাস অনুমোদন দেয়।
প্রতিষ্ঠানটির ১৫০ কোটি টাকার ফান্ড তৈরিতে ১০ টাকা মূল্যের ১৫ কোটি ইউনিট বাজারে ছাড়া হবে।
মোট ১৫ কোটি ইউনিটের মধ্যে দুই কোটি ইউনিট উদ্যোক্তার অংশ, প্রাক-প্রাথমিক গণপ্রস্তাবে ছয় কোটি ইউনিট সংরক্ষণ করা হয়েছে।
প্রসপেক্টাস অনুযায়ী অবশিষ্ট থাকা সাতকোটি ইউনিটের মধ্যে অনাবাসী বাংলাদেশি, মিউচুয়াল ফান্ড, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী এবং সংগৃহীত বিনিয়োগ খাতের জন্য বরাদ্দ রাখা হয়েছে।
এসব ইউনিটের মধ্যে বাংলাদেশি সাধারণ বিনিয়োগকারীদের চার কোটি ২০ লাখ ইউনিট, অনাবাসী বাংলাদেশিদের ৭০ লাখ, মিউচুয়াল ফান্ডের ৭০ লাখ এবং ক্ষতিগ্রস্ত সাধারণ বিনিয়োগকারীদের জন্য এক কোটি ৪০ লাখ ইউনিট বরাদ্দ দেওয়া হবে।
প্রতি লটে ১০ টাকা মূল্যের ৫০০ ইউনিট থাকবে। প্রতিটি লটের জন্য বিনিয়োগ করতে হবে পাঁচ হাজার টাকা।
ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের উদ্যোক্তা বাংলাদেশ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড(বিডি ফাইন্যান্স)। ট্রাস্টি হিসেবে কাজ করছে বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স লিমিটেড (বিজিআইসি)।
কাস্টোডিয়ান হিসেবে কাজ করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ফান্ড সংগ্রহে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হিসেবে কাজ করছে ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।