আমান ফিডের ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা
আমান ফিডের পরিচালনা পর্ষদ ২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়া হবে সাধারণ বিনিয়োগকারীদের জন্য। আর ২০ শতাংশ বোনাস লভ্যাংশ সব ধরনের বিনিয়োগকারী পাবেন। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৪ ডিসেম্বর বেলা ১১টায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কারখানা প্রাঙ্গণে এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট আগামী ১১ নভেম্বর।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ টাকা সাত পয়সা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ৩৫ টাকা ৯০ পয়সা ও কর-পরবর্তী মুনাফা ৩০ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা।
গত এক মাসের মধ্যে আমান ফিডের শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৫৪ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ৬৫ টাকা ৯০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত ১২ দশমিক ১৭।
২০১৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির অনুমোদিত মূলধনের পরিমাণ ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৮০ কোটি টাকা। রিজার্ভ ১২৪ কোটি ৬৩ লাখ টাকা।
বিনিয়োগকারীদের কাছে এ কোম্পানির আট কোটি শেয়ার রয়েছে। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৭৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ২ দশমিক ৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ২২ দশমিক ৫ শতাংশ।
আমান ফিড ২০০৫ সালের ৭ ফেব্রুয়ারি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। ২০০৬ সালের ১২ জুলাই কোম্পানিটি বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। কোম্পানিটি পোলট্রি, মাছ, চিংড়ি ও গরুর খাদ্য উৎপাদন ও বিপণন করে থাকে।