ব্যবসা সম্প্রসারণে বিদেশি ঋণ নেবে মোজাফ্ফর হুসাইন
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি মোজাফ্ফর হুসাইন স্পিনিং মিলসের পরিচালনা পর্ষদ ব্যবসা সম্প্রসারণ করতে ১১৮ কোটি ৫০ লাখ টাকা বিদেশি ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সৌদি আরবের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) গ্রুপ ও বাংলাদেশের ইসলামী ব্যাংকের ব্যক্তি খাতের উন্নয়ন সহায়তা প্রকল্প (আইসিডি) থেকে এই ঋণ নেবে মোজাফফর হুসাইন স্পিনিং মিলস। এ ক্ষেত্রে যৌথভাবে সহায়তা দেবে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বিষয়টি নিয়ন্ত্রণকারী সংস্থার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই ঋণ কোম্পানিটির রিং প্রকল্পের জন্য খরচ করা হবে।
২০১৫ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ শুধু সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ দেবে। এ ছাড়া সব ধরনের বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ বোনাসে শেয়ার লভ্যাংশ দেওয়া হবে।
২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসোরে এ হিসাব বছরে মুনাফা হয়েছে ১৩ কোটি ২৯ লাখ টাকা, ইপিএস দুই টাকা ৬২ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৮ টাকা ২৩ পয়সা।
গত এক মাসের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৩৭ টাকা ৬০ পয়সা ও সর্বোচ্চ ৪৫ টাকা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিই রেশিও) ১৭ দশমিক ২৯।