এসইএমএল লেকচার ইকুইটির আইপিও আবেদন শুরু কাল
মিউচুয়াল ফান্ড খাতের এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপও) ইউনিট পেতে আগামীকাল থেকে ১৬ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ১২ অক্টোবর এ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন দেয়।
প্রতিষ্ঠানটির ৫০ কোটি টাকার ফান্ড তৈরিতে ১০ টাকা মূল্যের পাঁচ কোটি ইউনিট বাজারে ছাড়া হবে।
মোট পাঁচ কোটি ইউনিটের মধ্যে মোট আড়াই কোটি ইউনিটের রিজার্ভ রাখা হয়েছে। এর মধ্যে উদ্যোক্তাদের ৫০ লাখ ইউনিট, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৫০ লাখ ইউনিট, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের ৫০ লাখ ইউনিট এবং দি ফারমারস ব্যাংক লিমিটেডের এক কোটি ইউনিট রিজার্ভ আছে।
প্রসপেক্টাস অনুযায়ী অবশিষ্ট থাকা আড়াই কোটি ইউনিটের মধ্যে মিউচুয়াল ফান্ডের ২৫ লাখ ইউনিট, অনাবাসী বাংলাদেশিদের ২৫ লাখ ইউনিট, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের ৫০ লাখ আর বাংলাদেশি সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে এক কোটি ৫০ লাখ ইউনিট বণ্টন করা হবে।
এসইএমএল লেকচার ইকুইটি ম্যানেজমেন্ট ফান্ডের উদ্যোক্তা লেকচার পাবলিকেন্স লিমিটেড। ট্রাস্টি হিসেবে কাজ করছে বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স লিমিটেড (বিজিআইসি)।
কাস্টোডিয়ান হিসেবে কাজ করবে ব্র্যাক ব্যাংক লিমিটেড। ফান্ড সংগ্রহে ব্যবস্থাপনা সহায়তা দেবে স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।